আমাদের কথা খুঁজে নিন

   

(ও বন্ধু তোদের মিস করব ভীষন) ....... প্রিয় ব্লগারগণ ঈদ করার জন্য নিজ গ্রামে যাচ্ছি...

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আজ শেষ রাতের আধার থাকতে থাকতে রওনা দিচ্ছি... বাড়ীর উদ্দেশ্যে। অনেকদিন পরে বাড়ীতে যাচ্ছি। ভাবতেই খুবই ভাল লাগছে। কারণ বাড়ীতে গেলে পাব মা-বাবা, মুক্ত নির্মল বাতাস, বিশুদ্ধ শীতল পানি, সবুজ ঘাস বিছানো মাঠ, বিকেলে নদীর পাড় ধরে হেঁটে চলার আনন্দ, পাখির মিষ্টি কলতান, রাতে নৌকায় চড়ে বন্ধুদের সাথে আড্ডা...আরো কত্ত কি !!! আর হ্যা........ আম্মুর হাতের মজাদার খাবারতো থাকছেই। আহা..রে...এই ঢাকা শহরে থেকে জীবনটা এক্কবারে বরবাদ হয়ে গেল।

কবে যে চিরতরে এই ঢাকা ছাড়তে পারব সেটাই ভাবি। ডেক্সটপ কম্পিউটার হওয়ার দরুন গ্রামে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই এই সামু ব্লগকে খুবই মিস্ করব। ইন্টারনেটে এই একটাই সাইট যার জন্য কেমন জানি একটা মায়া জড়িয়ে গেছে। এখানের সব প্রিয় ব্লগারদের অনেক মিস করব।

কিন্তু কি আর করা। বাড়ী তো যেতেই হবে। ...... আজ সারাদিন অনেক খাটুনি গেছে.... শপিং করা যে কত্ত বড় ঝামেলার কাজ... তা আরও একবার হাড়ে হাড়ে টের পেলাম। অনেক ঘুরে ফিরে শেষ পর্যন্ত যে সব কিনলাম.... মায়ের জন্য একটা শাড়ী বাবার জন্য একটা পাঞ্জাবী একমাত্র ছোট বোনের জন্য থ্রি-পিস ও কানের দুল ও হ্যা...আমার "ও"র জন্য একটা থ্রি-পিস..কিনে দিয়েছি। (জীবনে প্রথম) বাসায় ফিরে অনেক কাজ সেরে নামাজ পড়ে(বিশেষত আজ ২৭শে রাত) আপনাদের কাছ থেকে সাময়িক বিদায় নেবার জন্য পোষ্টটি করলাম।

আমার প্রিয় ব্লগারগন.... আপনাদের অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে... বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি খানিক পরেই.... আপনার ভাল থাকবেন ... অনেক ভাল... আমার জন্য দোয়া রাখবেন। ঈদ মোবারক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.