উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
চাবুক
যতই নামি ভিতরে
আকাশের শূন্যতায় বিলিন হয়ে ওঠে শরীর
চাবুকের শব্দ চারপাশে ওড়ে
অন্ধ ও মাতালেরা ব্লেডের গায়ে
মিলিয়ে গেলেই
শবাসনে শুয়ে পড়ে মৃদুভাষণ নির্মাতা
ধ্যানের চাকুতে ফালি ফালি
মৌন সহবাস
গভীর সমুদ্রের দিকে তাকিয়ে
ঢেউ আর চাবুকের উত্তাল শব্দ শুনি
কেউ যেন কাছে এসে দাঁড়িয়েছে
পোকা
মৃতপোকাদের জগতেই সুরের সংরাগ কাছে টানে
তটিনীর দেহে মৃত্তিকার অগাধ সুবাস বাহুকোষে
ঠেলে আনে সুতীব্র চন্দন –
তুমি শোনাও জন্মের কথা, বিরহ প্রার্থনার ঠুমরি
অন্ধ আনন্দের গোলাপি পুকুরে
ডুবতে বলো, বলো গভীর রাতে শিকারে যেওনা
কাঠকয়লা
কাঁধে আর কত ব্যথা রূপকথা ঝুলিয়ে রাখবে
শান্তি পালকের আকাশে এবার উড়াও টুকরো
যন্ত্রণার ঘুড়ি
বহুপুরনো প্রেমে আটকে আছে পাথর ও জরী
তাদের মুখ বাঁধা, খুলে দাও দেহের সুর
কাঠকয়লার উদ্ভ্রান্ত লালে
রোদের বাতাস
চির চেনা কাঠের গন্ধ রাতের সঙ্গীতে বাজাও
শ্যাওলা দেহের বহু তৃষ্ণার সৌরভে
ডুবে গেছে যেসব হলদে
নাও, গভীর মমতা - নাচাও নাচাও
তারে তারে ছড়াও আমাকে
নেচে উঠুক বোধনে রোদের বাতাস
বৃদ্ধ শেয়ালদের প্রতি
নাগালের বাইরে থেকে উড়িয়ে আনতেছে বনমানুষের রক্তফুল
কুসুম হৃদয় ভেঙে দুইভাগে উঁচুপাড়ের সীমানা ছুঁয়ে আছে জল্লাদের ছুরি
তার ধার দেখে উথলে উঠছে ঠগেদের শূন্যবগি।
মাইল পোষ্টের গায়ে লিখিত বহুমানুষের অস্পষ্ট স্বরধ্বনি,
ঝোপের ব্যঞ্জনায় মিলিয়ে যাচ্ছে, জন্ম নিচ্ছে ভুরিভুরি জংলা, ভাড়েরা
কাতর হয়ে পড়ে আছে অতৃপ্ত; যেন সব ব্যগ্র শেয়ালের খুলি।
অপরিশুদ্ধ জংলার মধ্যে বেড়ে উঠেছি,
ধুতরা ফুলের সাদা আর দুর্বা ঘাসের সতেজ পাতায় দেখেছি
কত মানুষের সহজ ভ্রমণ! স্মৃতিবৃক্ষের পাতা ঝরলে
তাদের হড়হড় করে বমি করার শব্দ শুনি।
কোনদিনও বেজার মুখের পাখি দেখিনি জাম গাছের ডালে
আমকুড়ানি ছেলেমেয়েদের চোখেমুখেও
কখনও দেখিনি যানজটের বিদ্রুপ। শহরে আসার পর ঐদৃশ্যগুলো
ভেঙেচুরে গেছে।
সৌন্দর্য চর্চার
স্বপ্নভেঙে যে গাছের নিচে এসে দাঁড়িয়েছি, সেটা আসলে গাছ নয়
অতৃপ্ত সঙ্গমের তুবড়ানো গুড়ি।
মনোভূমি
নিষিদ্ধ গিটারে ভেসে আসছে অসংখ্য তীরের বিমর্ষ মুখ
চন্দ্রযানের বিচ্যুত আলোস্তূপে
খুলে খুলে পড়ছে পুরনো ঘড়ির ভগ্ন ডায়াল। পথহারানো কালো উন্মাদিনীর
চুলের জটে খুঁজে ফিরছি বড়শি গাঁথা
মুহূর্তের নোলকপরা মেঘেদের শাদা রঙের বাড়িগুলি।
ধুলোর সঙ্গীতে মিথুনমত্ত অচেনা পদছাপগুলো জড়াজড়ি করতে থাকলে
আমাদের জীবনবোধের হলমার্ক
হাড়ের কম্পনসমূহ একে একে কেমন যেন বদলে যেতে থাকে,
শুধু গভীর তাকানো তাকের উপর জমতে থাকে মসৃন মুখেদের নদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।