আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধিদের বিচারের রায় কার্যকর করবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধিদের বিচার শুরু করেছি, বিচারের রায় অবশ্যই কার্যকর করবো, ১৮ দলীয় জোট জ্বালাও, পোড়াও করতে পারে, ধ্বংস করতে পারে, লুঠ করতে পারে, এগুলোই শুধু তারা করতে পারে। কোন মুসলমান অন্য কোন মুসলমানকে পুড়িয়ে মারতে পারে না, কুরআন পোড়াতে পারে না, যারা মানুষ ও কুরআন পোড়ায়, তারা মানুষের কি উপকার করতে পারে? জিয়ার মৃত্যুর পর সরকারের কাছ থেকে লেখাপড়ার জন্য টাকা নিয়ে ওরা দুর্নীতিতে ডিগ্রীলাভ করেছে। ৪নভেম্বর হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছিলাম, বিরোধিদলীয় নেত্রী সাড়া দেননি।

তিনি আজ বিকেল ৪ টায় ১২ টি প্রকল্পের ৬০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বড়লেখা ডিগ্রী কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে ক্ষমতায গিয়ে চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছিলেন, আমরা ক্ষমতায় গিয়ে চা শ্রমিকদের মজুরী ৭০ টাকা করেছি, লেখাপড়া ও চিকিত্সার ব্যবস্থা করেছি।

চা-বাগান অধ্যুষিত সিলেটের শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র করে দেয়া হবে।

এছাড়া স্থানীয় উন্নয়নের তিনি বাপারে বলেন, ৯৬ সালে বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সিলেট বিভাগে আগর, আতর, বাশ, বেত ও কমলালেবুর প্রকল্প গ্রহন করা হয়েছিল, তা বতৃমানে ক্ষুদ্র শিল্পহিসাবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহন করা হবে। বড়লেখায় ৬ ইঞ্চি পাইপ দিয়ে গ্যাসলাইনের কাজ শুরু করা হয়েছিল, কুলাউড়ার মেয়র কামাল আহমেদ জুনেদ মামলা দিয়ে সে কাজ বন্ধ করে দিয়েছেন। কুলাউড়া-জুড়ী ও বড়লেখাবাসির ১০ বছরের দাবি কুলাউড়া শাহবাজপুর রেললাইনের কাজ শীগ্রই চালু হচ্ছে বলে জানান।

প্রধানমন্ত্রী বলেন, আবার ক্ষমতায় গেলে প্রত্যেক উপজেলায় ১টি করে স্কুল ও কলেজ সরকারিকরন করা হবেএবং প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে।

আমাদের লক্ষ্যই হচ্ছে জাতিকে দারিদ্র ও নিরক্ষরতাসীমা থেকে তুলে আনা। ইনশাঅল্লাহ ২০২১ সালের ভিতর ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার চষ্টো করবো।

মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য মো শাহাবুদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,  এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, চীফ হুইপ মো আব্দুস শহিদ ও মেৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী ।   

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.