খুব অসহায় অবস্থার মধ্য দিয়ে সময়টা যাচ্ছে আমাদের। কী করবো কোথায় যাবো কিছু বুঝতে পারছি না।
দয়া করে ধৈর্য সহকারে বিষয়টা একটু পড়বেন।
আমার মায়ের এক চিলতে জমিতে(ঢাকার হাতিরঝিল প্রকল্প সংলগ্ন)টিনশেডের একটা ঘর করেছিলাম আমরা। আমার মা-বাবা থাকতেন সেখানে আর ছিলো কিছু ভাড়াটিয়া।
আমাদের আড়াই কাঠা জমি ও আমার খালার দেড় কাঠা জমি মিলে একত্রে বাড়িটা করেছিলাম আমরা।
একসাথে হোল্ডিং করা এবং বিদ্যুৎ, পানি লাইনও আমাদের একসাথে করা। এ জমিটা ৩০ বছর ধরে ক্রয় করা এবং সকল প্রকার খাঁজনা, বিদ্যুৎ-পানি বিলও সময়মতো পরিশোধ করে আসছি।
ঈদের কয়েকদিন আগে এক ব্যক্তি (সঙ্গত কারণে নাম প্রকাশ করছি না) তার দলবল সহ আমার মায়ের বাড়িটা দখল করে নেয়। আমার মায়ের বসবাসকৃত কক্ষ লুটতরাজ করে তালা লাগিয়ে দেয়।
আমার খালার অংশ বাদে আমার অংশটা দখল করে নেয়। এবং সাথে সাথে ১৪৫ ধারা নোটিশ আমাদেরকে জারি করে। অথচ তার ক্রমাগত হুমকির মুখে আমরাই ১৪৫ ধারায় পিটিশন করেছিলাম। এবং পুলিশ সে স্থানে শান্তি শৃংখলা বজায় রাখার নোটিশও দখলকারীকে প্রদান করেছিলো।
তদন্তকারী পুলিশের পরামর্শে এই কাজ করেছে বলে আমরা জানতে পারি।
দখল এর সময় এবং পরে থানা-পুলিশের সাথে যোগাযোগ করে কোন ফল পাইনি আমরা।
আমার মায়ের জমির পাশে একজনের জমি ছিল ২.৫ কাঠা যা আমার বাবা ২৩ বছর পূর্বে বিক্রি করেন। তিনি দীর্ঘ ২৩ বছর টিনশেড ঘর বানিয়ে বসবাস করেন। কোন সমস্যা হয়নি। হাতিরঝিল রাস্তা হওয়াতে তার বাড়ি ২০০৭ সালে সেনাবাহিনী তত্ত্বাবধানে অধিগ্রহণ হয়।
সে তার বাড়ির টিন-বাঁশ-কাঠ ইত্যাদি খুলে নিয়ে চলে যান। আমার মা এবং খালার বাড়িটি আল্লাহর রহমতে থেকে যায়।
দীর্ঘ ৫ বছর পর এসে সে লোকের প্রতিনিধি পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তি আমার মায়ের বাড়িটি তার বলে দাবী করে। তিনি নাকি বায়নাসূত্রে জমিটির মালিক। আমরা যতই তাকে বুঝাতে চাই আমার মা এর জমি আর বাবার জমি আলাদা।
দলিল আলাদা, সিটি দাগও আলাদা। সে তা বুঝতে নারাজ। সে বলে তার বায়নাকৃত জমিটি অধিগ্রহন হয় নি। তার জমি কোথায় যাবে? যেহেতু আমার বাবার কাছ থেকে জমিটি ২৩ বছর আগে কেনা হয়েছিলো তাই তার স্ত্রীর কাছ থেকেই সে ক্ষতিপূরন হিসেবে তা জোর করেই নিবে। প্রথম দিকে সে টাকা পয়সা দিলে দাবী ছেড়ে দেবে বলেছিলো।
কিন্তু আমরা তা দিতে অপারগতা প্রকাশ করায় সে আরো হিংসাত্মক হয়ে যায়। আমরা স্থায়ী/অস্থায়ী ইনজাংশন এর জন্য আবেদনও এর মধ্যে করেছিলাম আর ১৪৫ ধারায় পিটিশন তো ছিলই। কিন্তু সে সব আইন-আদালত-থানা পুলিশ তোয়াক্কা না করে বাড়িটি দখল করে নিয়েছে। আমার মা বা পরিবারের কোন সদস্যদের এলাকাতেই ঢুকতে দিচ্ছে না। এলাকার রাজনৈতিক গ্রুপ এর আড্ডা এখন আমার বাড়িতে, পুলিশরা আমার করা কষ্টের বাড়িতে বসে খিঁচুড়ি রেঁধে দখলদারদের সাথে বসে খাচ্ছে।
দখলকারী কর্তৃক জীবনের হুমকি, মিথ্যা মামলা দেবার ভয় এবং বাড়ি হারিয়ে ভীষন অসহায় অবস্থায় দিনাতিপাত করছি আমরা।
এ অবস্থায় আমরা কী করতে পারি কিছুই বুঝছি না। আপনাদের সু-পরামর্শের প্রত্যাশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।