আমাদের কথা খুঁজে নিন

   

মামা মিয়া

www.cameraman-blog.com/

শনিবার রাতে একটা সিনেমা দেখলাম এইচবিও চ্যানেলে - মামা মিয়া। মিউজিক্যাল কমেডি। ডোনা এন্ড দ্য ডাইনামোজ ব্যান্ডের প্রাক্তন লিড ভোকাল সিঙ্গেল মাদার ডোনা তার একমাত্র মেয়ে সোফিকে নিয়ে বাস করেন এক দ্বীপে। সোফির বিয়ে ঠিক হয়েছে তার বয়ফ্রেন্ড স্কাই এর সাথে। সোফি জানে না তার বাবা কে।

তবে সোফি চায় তার বাবা তাকে বিয়ের আসরে সম্প্রদান করুক। মুশকিল হলো সোফির মা ডোনাও শিওর না সোফির বাবা আসলে কে। কারণ সেই সময়ে সে তিন জনের সাথে ডেট করেছিল। সোফি তার মায়ের সেই সময়ের ডায়রি পড়ে জানতে পারে এই তিনজনের সম্পর্কে। সে মাকে না জানিয়েই এই তিনজনকে দাওয়াত করে তার বিয়েতে।

তার ধারণা ছিল সে তার বাবাকে দেখলেই চিনতে পারবে। এই তিন ভদ্রলোক দ্বীপে আসার পর প্রত্যেকেই একসময় অনূভব করে সে-ই সোফির বাবা। শুরু হয় নানারকম ছোটখাট মজার ঘটনার। বিয়ের আসরেও তিনজনই দাবী করে সে-ই সোফির বাবা। অভিনয়ে মেরিল ষ্ট্রিপ (ডোনা), পিয়ার্স ব্রসনান (স্যাম) শেষ পর্যন্ত সেই বিয়ের আসরে মেয়ের বদলে মা ডোনার বিয়ে হয়ে যায় সেই তিন প্রেমিকের একজন স্যামের সাথে।

গল্পটা যাই হোক, সিনেমাটা আমার কাছে ভাল লেগেছে অন্য কারণে। '৭০ দশকের বিশ্বখ্যাত সুইডিশ ব্যান্ড অ্যাবা'র গাওয়া প্রায় সব জনপ্রিয় গানই ব্যবহার করা হয়েছে এই মিউজিক্যাল কমেডিতে। আর এতোদিন পরে অ্যাবা'র গাওয়া এতোগুলো গান একসাথে শুনতে পারাটা আনন্দদায়ক বৈকি। আমার মতো যারা অ্যাবার ভক্ত তারা দেখতে পারেন সিনেমাটা। অ্যাবা'র গাওয়া সেই গান


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।