আমাদের কথা খুঁজে নিন

   

বেনাপোল দিয়ে আমদানি বন্ধ

বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলনে নেমেছে বনগা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন।
বনগা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা বলেন, বেতন ভাতা বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি পণ্য নিয়ে শ্রমিকরা বাংলাদেশে যাবে না।
ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল থেকে বনগা ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন তাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি বাড়ানোর দাবিতে পেট্রাপোল বন্দর এলাকায় সমাবেশ করেছে।
রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশি দুই শতাধিক ট্রাক খালাসের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বলেও জানান কার্ত্তিক চক্রবর্তী।
কার্ত্তিক চক্রবর্তী আরো জানান, শ্রমিকদের সঙ্গে সমঝোতা করে কলকাতার বাইরে থেকে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাকগুলি বেনাপোল বন্দরে  পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সমস্যায় ভারতীয় শুল্ক বিভাগ তাদের অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে না পারায় রপ্তানি পণ্য নিয়ে রোববার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত কোনো ট্রাক বেনাপোল বন্দরে  আসতে পারেনি।
তবে দুপুরের পর থেকে কিছু ট্রাক বেনাপোলে ঢুকেছে বলে জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান।
তিনি বলেন, এ ইন্টারনেট সমস্যার কারণে রোববার সকাল থেকে আমদানি বন্ধ হয়ে গেলেও বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর থেকে পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে পণ্য আমদানি সাময়িক বাধাগ্রস্ত হলেও  বন্দরে পণ্য ওঠানামাসহ অন্যান্য  কাজ অব্যাহত রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.