আমাদের কথা খুঁজে নিন

   

বেনাপোল সীমান্তে ৪০ জনকে আটক করেছে বিজিবি

অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার পথে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৪০ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ২৫ জন পুরুষ, ১৪জন নারী এবং একটি শিশু। বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে চরেরমাঠ এলাকা থেকে আটকের পর তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল বন্দর থানার এসআই শেখ সোয়েব আলী বলেন, অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাই শহরে বিভিন্ন কাজ করেছে এরা। দেশে ফেরার সময় বৈধ কাগজপত্র না থাকায় তারা দালালের সহযোগিতা নেয়। এজন্য ওপারের দালালরা তাদের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছে। সীমান্ত পার হওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদের ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে বলে এসআই সোয়েব জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.