বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের কারণে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়ে যাওয়ায় চেকপোস্টে কর্মরত কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার দুপুরের পর থেকে বন্ধ হয়ে গেছে পেট্রাপোল ও বেনাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি। তবে বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বলেন, ঈদের কারণে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে। মঙ্গলবার শবে কদরের দিন বেনাপোল দিয়ে ১ হাজার ৩২৮ যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে।
তিনি জানান, এর মধ্যে ভারত গেছে ৫৫২ জন আর দেশে ফিরেছে ৭৭৬ জন। এছড়া বুধবার বেলা ১২টা পর্যন্ত ৭৮০ জনযাত্রী পারাপার হয়েছে। এদের মধ্যে ভারত গেছে ৫৪০ জন।
৬ অগাস্ট মঙ্গলবার শবে কদর এবং ৮, ৯ ও ১০ অগাস্ট ঈদের ছুটি ও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের ছুটি পাচ্ছে না বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কর্মকর্তা-কর্মচারীরা।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ১১ অগাস্ট রোববার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
১৫ অগাস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় ওইদিন বন্ধ থাকবে।
টানা ছুটির কারণে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আটকা পড়েছে কয়েক হাজার ট্রাক।
এ প্রসঙ্গে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লম্বা ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে আসা ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাশের কাজ অব্যাহত থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।