যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি। জামাত শিবির রাজাকার যারা আছিস। শোন, মোমের আলো দিয়ে দেশ আলো করে আজ দেখেয়ে দিসি। মশালের আগুন দেখসছ , রাজাকারেরা ? দাও দাও কইরা জ্বলে ? হুসিয়ার সাবধান।
কবর খুড়তাছি। কাফনের কাপর পইড়া রাখ। পরার টাইম পাবিনা।
৪২ বছর পার করছি। আর না।
মুক্তিবাহিনী দেখসছ ? গেরিলা মুক্তি। শালা মুক্তি হায়। বলে গালি দিতি ? মনে আছে ? ৭১। ভুলি নাই। আইজ সময় আইছে।
মুক্তিবাহিনী র রক্তের ঋন শোধ করার। জাহানারা ইমামের কথা মনে আছে ? যে তার বুকের ধন কলিজার টুকরারে যুদ্ধে পাঠাইছিল তোদের বিরুদ্ধে যুদ্ধ করতে। মনে আছে ৯১ ? মনে আছে গণআদালত ?
আরে, তোদের ফাসির রায়তো হইছিল অই আদালতেই। ভুলি নাই।
জাহানারা ইমাম রে তোরা গালি দিতি জাহান্নামের ইমাম কইয়া।
ভুলি নাই রে, ভুলি নাই।
৭১ এ কাপুরুষের দল, বাইন্দা গুলি কইরা মারতি আমার দেশের সোনার পোলাপান্দের। মাইয়া দইরা নিয়া যাইতি, পাকিস্তানি তোগ বাপগো লাইগা। ভুলি নাই।
আজ সময় হইছে।
ফিরাইয়া দেওনের। হুসিয়ার সাবধান।
জয় বাঙলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।