ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
গল্পকথা, মোমের পাখায়
-আবু মকসুদ
স্বর্গের মেয়েরা নাকি
নখের আঁচড়ে করে বসন্ত সার্থক
পার্বতী, দূরগামী পাখি
আমাকে যৌবনে বেঁধে
উড়ে গেলে মোমের পাখায়
রাত্রি দক্ষিণায় বাজে বীণা
তুমি ছাড়া মুহুর্তে হারায়
জ্যোৎস্নায় উদ্ভাসিত মুখ
সমুদ্র ঝড় শেষে উঠে দাঁড়াই
ঘুমশিয়রে স্বপ্ন বাঁধে দানা
নখরে বিচ্যুত গাছের পাতা
ডালপালা জড়ো করে আগুন পোহাই।
পার্বতী, আলোবিসারিণী
স্মৃতির ছবি ভাসে মেঘের কানায়
জোয়ার ভাটায় কাটে নিশুতিবিলাস
নগরের পথে আসে জলকলরোল
গোলক পৃথিবী ভাঙ্গে বোধের আকাল
পার্বতী, গল্পকথায় পূর্ণ হবে শ্বেত পাণ্ডুলিপি
তুমি যদি মর্তের নারী হয়ে আসো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।