আমাদের কথা খুঁজে নিন

   

`মামা বাড়ীর আব্দার'



ভেবে দেখুন-দেশটা কি কারো মামার বাড়ী? যেখানে আপনি-আমি ১৫ কোটি জনতার অন্তত ১৪ কোটিই ভাগ্নে দেশী-বিদেশী মালিকদের দাশ?! ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার খবরে দেখলাম গতকাল একটি সংবাদ সম্মেলন করে গর্মমেন্টস মালিকদের সংগঠন বিজিএমই দাবী করেছে-`মন্দার কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদেরকে (গার্মেন্টস মালিকদের) অবিলম্বে তিন হাজার কোটি টাকা ভর্তুকী দিতে হবে। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ঐ টাকা না দিলে তাদের অনেকে শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবেন না। ' অথচ, রপ্তানী উন্নয়ন ব্যুরো কর্তৃক প্রকাশিত ষান্মাসিক রিপোর্ট থেকে দেখা যাচ্ছে গত অর্থ বছরের তুলনায় এবছর গার্মেন্টস মালিকদের মুনাফা ও রপ্তানী বেড়েছে, কমে নি। ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে কেবল ওভেন রপ্তানীতেই গার্মেন্টস মালিকরা গত অর্থ বছরের তুলনায় ৪.১৩ % (প্রায় ২৫ কোটি মার্কিন ডলার) বেশী আয় করেছে। ইতিমধ্যেই গার্মেন্টসের এই একটি খাতেই তাদের রপ্তানী আয় প্রায় ছ'শ কোটি টাকা।

(জনকন্ঠ,০৫.০৯.০৯) সরকারের হাতে যে টাকা থাকে অর্থাৎ, রাস্ট্রীয় কোষাগারের যে টাকা সেটি আসে কোটি কোটি জনগণের দেয়া ট্যাক্স থেকে। বিশ্বমন্দার অজুহাত (আসলে ভাওতা) দেখিয়ে গার্মেন্টস মালিকরা রাস্ট্রীয় কোষাগারের সে টাকা নিজেদের পকেটে নেয়ার দাবী জানাচ্ছে! শ্রমিকের রক্ত-ঘামে তৈরী হয় সম্পদ। বরাবর শ্রমিকরাই থেকে যায় সম্পদহীন। কিন্তু, একদিকে সেই সম্পদে মালিকদের সম্পদের পাহাড় তৈরীর প্রক্রিয়া এবারো বেগবান তো হচ্ছেই। (এবং সে প্রক্রিয়ার গহীনে কত যে নির্মম শোষণ-বঞ্চনা-নির্যাতন-নোনা কান্নার কাহীনী লুকানো তা তো সচেতন মানুষ মাত্রই জানেন।

জানেন এমনকি বিদেশী মাহজনেরাও। ) অন্যদিকে, `মুনাফা যে বাড়ছে বৈ কমছে না'- সে বিষয়টি আড়াল করে, বিশ্বমন্দার ভাওতা দিয়ে এমনকি জনগণের ট্যাক্সের টাকাও নিজেদের পকেটে পুরতে চাচ্ছে এই মালিকেরা! ব্যাবসা-মুনাফা করে, জনগণের শ্রমে তৈরী সম্পদ লুটে নিয়ে, নিজেদের ঘরে সম্পদের স্তুপ বানাবে দেশী গার্মেন্টস মালিক-কর্তা, বিদেশী মহাজনেরা আর তাদের সে লুন্ঠনের বোঝা বইতে হবে আবার এদেশের ওই সম্পদস্রষ্টা আম জনতাকেই! একেই কী বলে `মামা বাড়ীর আব্দার' ?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।