আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টা সবার জানা..।তারপরেও আফসোস!!

আমার নাম হিতুনা.। বডটজস না!! আমার বানান অনেক ভূল হয়। বুঝে নিয়ে পড়বেন। ধইন্যা পাতা।

প্রতিবার সরকার রদবদল হবার আগে কত নির্বাচনী প্রচারণার ধুম পরে যায়!এই হবে,ঐ হবে..।

কন্তু হবার বেলায়-কাচ কলা! সমস্যার মূল যে দূর্ণীতি তাও আমাদের অজানা নয়। বিদেশ থেকে আসা সাহায্যর মোটা অঙক কেবল পকেট বন্দিই হয়। আমরা তার কোন ছোয়াই পাইনা। বিদূ্ত সাশ্রয়ের নামে যে সময় আগাবার মুলো ঝুলানো হলো...তা নেহায়েত খারাপ নয়,কিন্তু...বাবা ও পতির নাম নিয়ে কাড়াকাড়ি করার বদলে পাওয়ার হাউজ বসালে আরো কি ভালো হতোনা? আজ আমাদের দেশে তারের খুটি যায়, তার যায়না !এই কি দেশ প্রেম!?সাবাশ দেশের কর্নধার!! গতোকাল মহাম্মদপুরের পুরান থানার সামনে ঘটে গেল কান্ড! কালো এক ডিজুস গাড়ি থেকে বের হয়ে এল....চার prince!বেশ!!সামনে ভ্যান চালক...পাশে ট্রাফিক পুলিশ!!চালকের সাথে ডিজুস বয় এর চার চোখের মিলন,তারপর আৎকা একটা লাফ..!হ্যা লাফইতো বটে!!লম্ফ ঝম্ফ করেই চড়টা মারা হল.। ভ্যান চালকের গালে..।

কারণ wrong side দিয়ে যেতে গিয়ে ধনির দুলালদের পথে বিঘ্ন ঘটা!সাবাশ!কালো টাকার রক্তের টগবগানি প্রবাহিত হয়েছে ঠিক ঠাক!! ট্রাফিক পুলিশো কনোমতে মনে হল চাচ্ছিল তার ১৮০ ডীগ্রি কাধ যেন কিছুতেই এদিকে ঘারাতে না হয়!এইনা হলে আমরা বাঙালী!? ভাবতে ভালই লাগে..। দেশ এগিয়ে যাচ্ছে..। হয় দিন বদলের পালে,নতুবা..উণ্ণয়নের জোয়াড়ে!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.