Woods are lovely dark and deep And I have a promise to keep বিষয়টা একটু ভেবে দেখা দরকার... "আমার সোনার ময়না পাখী...", "পাখীরে তুই দূরে থাকলে..." অথবা " হ্লুদিয়া পাখী সোনারই বরণ..." প্রভৃতি গানের মূল প্রতিপাদ্য হলো পাখী। নিজের মুর্খতা দিয়ে যতটুকু বিশ্লেষণ করতে পারি তা হলো, গানগুলোতে পাখী বলতে প্রেমিকাকে বোঝানো হয়েছে। এখানে আমার কথা হলো, প্রেমিকা মানেই তো একজন নারী। আর নারীকে কেন পাখী বা এই জাতীয় উপমা দিয়ে প্রকাশ করা হবে। এ জাতীয় গানের মাধ্যমে পুরুষ তান্ত্রিক মনভাবের প্রকাশ ঘটেছে অত্যন্ত প্রকটভাবে। পুরুষ যেমন মানুষ নারীও মানুষ। নারী কেন পুরুষের পোষা পাখী হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।