সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা
২০০৯ সালের ১৫ আগস্ট এক সিবিএ নেতা ফোন করে বললেন, এবার ১৫ আগস্ট খুবই জাকজমক ভাবে পালন করবো। আপনার চাঁদা ধরা হয়েছে ৫ হাজার। আমি প্রমাদ গুনলাম। বলেন কি? আমি কত টাকা বেতন পাই? আপনি জানেন আমি সৎ জীবনযাপন করি। সম্ভব নয়।
কিছুক্ষণ পর বস ফোন করলেন, ওরা উৎসব করবে আপনি আগামী কালের মধ্যে চাঁদাটা পাঠিয়ে দিবেন। আমি বলি, স্যার এতো টাকা পাবো কোথায়? স্যার বললেন, মনে করেন আপনার বাবা মারা গেছে; তাহলে অনুষ্ঠান করতেন না। আমি বলি, স্যার আমার বাবাতো মারা জান নি? স্যার এবার রেগে গেলেন, আপনি বেশি কথা বলেন। চাকুরি করতে হলে এসব ম্যানেজ করতে হবে।
আমি হাতে পায়ে ধরে তিন হাজার দিলাম।
বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, পহেলা মে, ঈদ আসলে আনন্দের বদলে চাঁদা আতঙ্কে থাকি। কখন ফোন আসবে, চাঁদা পাঠান।
এবার শুনলাম, সারা দেশে চাঁদা বন্ধ করা হয়েছে। খুবই খুশি হলাম। যাক এবার সত্যিকার বদল অন্তত শুরু হল।
ঈদের আগে ৫শতে পার পেলাম। কিন্তু কদিন পরে শুনি অনুষ্ঠান হবে, চাঁদা চাওয়া হল। আমি বললাম প্রধানমন্ত্রী বলেছেন, এবার কেউ ১৫ আগস্ট উপলক্ষ্যে চাঁদা চাইলে অভিযোগ করতে।
তিনি বললেন, আগে চাঁদা দিন তারপর অভিযোগ করুন। চাঁদা না দিয়েতো অভিযোগ করতে পারবেন না।
আমি তখনই বুঝলাম, প্রধানমন্ত্রীর চেয়ে অনেক ক্ষমতাশালী লোক এদেশে গিজগিজ করছে। চাঁদা দেয়া ছাড়া আমাদের কোন মুক্তি নেই।
শোক দিবসে কেন উৎসব হবে?
শোক দিবসে অন্তত চাঁদা দেয়ার কষ্টটা থেকে মুক্তি দেয়া হউক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।