আজও আমি খুজে ফিরি সেই পুরাতন আমাকে
এইকুলে আমি আর ঐকুলে তুমি
এপারে সমুদ্রের বধু ওপারে শিল্পের রাণী
আমি ব্রজেনদাস নই সাঁতরে পার হব এই অশ্রুসাগর।
আমি আটপৌরে সাধারণ একজন মানুষ
নিত্যদিনের বেচাকেনার হাটের ক্লান্ত ক্রেতা,
তারপরও আমার ভিতর আছে এক প্রেমিক সত্বা
সে আমাকে উসকে দেয় অশ্রুসাগরে ঝাপ দিতে ।
জানি মাঝপথও পেরোতে পারবোনা
তার আগেই নিঃশ্বেসে শেষ হয়ে যাবো
যাবার আগে একটি কথায় বলবো -
'আবার যদি আসি এভাবেই যেন ফিরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।