আমাদের কথা খুঁজে নিন

   

হত্যা করে স্বামীর মাংস রান্না

চীনের পূর্বাঞ্চলে এক নারী তার দ্বিতীয় স্বামীকে খুন করে করাত দিয়ে লাশ কেটে প্রেসার কুকারে রান্না করে। পরে পুলিশের হাতে আত্মসমর্পণ করে ঐ নারী। চীনের এক সরকারি সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়।

সরকারি পত্রিকা আনহুই নিউজ জানায়, ঘাতক নারী ঘুমের ঔষুধ খাওয়ায়ে ৩ দিন ধরে স্বামীর উপর নির্যাতন চালায়। তাকে এ তিন দিন কোন প্রকার খাবার দেয়নি এমনকি পানিও খেতে দেয়নি ঐ নারী।

খাদ্যাভাব ও শারিরীক নির্যাতনে লোকটি মারা যাওয়ার পর ওই নারী একটি করাত দিয়ে লাশ টুকরো টুকরো করে। এরপর মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে রান্না করে। কিন্তু রান্না করা মাংসগুলো সে কি করেছে সে সম্পর্কে রিপোর্টে কিছু বলা হয়নি। আলামত নষ্ট করার জন্য সে এ কাজ করেছে বলে জানা যায়। ঘাতক স্ত্রী জানায় তাকে এবং তার মেয়ের উপর নির্যাতনের প্রতিশোধ হিসাবে তাকে এভাবে মারা হয়।

তবে এত হত্যাকান্ডের পর স্ত্রীটি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তিন দিনে তার সাড়ে ছয় কেজি ওজন কমে যায়। মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.