আমাদের কথা খুঁজে নিন

   

জুতা মারো

নাজমুল ইসলাম মকবুল প্যারডী গান জুতা মারো নাজমুল ইসলাম মকবুল জুতা মারো ওদের গালে যারা করে পুকুর চুরি লুটেপুটে দেশটা খেয়ে আবার করে খবরদারী। । নির্বাচনের সময় হলে হাতে পায়ে ধরে গিয়ে লুটপাটেরই টাকা বিলায় চামচা এবং দালাল নিয়ে ভোটের ঘরেও গিয়ে লাগায় শক্ত কঠিন নজরদারী। । চামচা এবং দালাল পুষে নাম দেয় ওদের পাতিনেতা টেন্ডারবাজি চাদাবাজির সুযোগ করে দেয় সবি তা অস্ত্র হাতে দিয়ে করে মানুষ মারায় সমন জারি।

। মতার ওই স্বাদ পেলে ভাই চেহারাতে ঝিলিক মারে জনগনকে তখন থেকে কেনা গোলাম মনে করে ওরাই করে সারা জীবন রুশ ভারতের তাবেদারী। । টাউট বাটপার দালালদেরই দাপট তখন যায়যে বেড়ে সময় শেষে খেয়ে দেয়ে যায় যে চলে নেতা ছেড়ে ওই নেতাদের মুখে এবার চলুন সবে জুতা মারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.