আমাদের কথা খুঁজে নিন

   

তফসিলের আগে সংসদ ভেঙে দিতে রিট

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে প্রধানমন্ত্রীকে কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে রুল চেয়েছেন তিনি।
পাশাপাশি এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ঘোষণা না দিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদি করেছেন আবেদনকারী।
আপিল বিভাগের রায়ের উদ্ধৃতি টেনে রিটে বলা হয়, “সাধারণ নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সংসদের বিবেচনা অনুসারে যুক্তিসঙ্গতকাল পূর্ব, যথা ৪২ দিন পূর্বে, সংসদ ভাঙিয়া দেয়া বাঞ্ছনীয় হইবে।

তবে নির্বাচন পরবর্তী নূতন মন্ত্রিসভা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ববর্তী মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকার গ্রহণ করত উক্ত সময়ের জন্য রাষ্ট্রের স্বাভাবিক ও সাধারণ কার্যক্রম পরিচালনা করিবেন। ”
রিটে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলায় রায়ে এই পর্যবেক্ষণ দেয়া হয়েছে এবং এরপরের প্যারায় এই পর্যবেক্ষণকে ‘নির্দেশাবলী’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
তাই নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া বাধ্যতামূলক বলে রিটে যুক্তি দিয়েছেন ইউনুছ আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার গঠনের পর ইতোমধ্যে জাতীয় সংসদের অধিবেশন শেষ হলেও সংসদ ভেঙে দেয়া হয়নি।
গত বুধবার নবম সংসদের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জরুরি অবস্থা ও যুদ্ধাবস্থার মতো কোনো জরুরি পরিস্থিতি দেখা না দিলে নির্বাচনের আগে আর সংসদ বসবে না।


নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপিও সংসদ ভেঙে দেয়ার দাবি জানিয়ে আসছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।