আমাদের কথা খুঁজে নিন

   

তফসিলের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার



প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত দিলে সোমবারই দশম সংসদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।    
সোমবার সকাল থেকে বাড়তি পুলিশ ও র্যাব সদস্যদের শেরে বাংলা নগরে কমিশনের আশেপাশে সতর্ক থাকতে দেখা যায়। কমিশনের পাশেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে রয়েছে পুলিশের সাঁজোয়া যান।
কমিশনের প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয়েছে আর্চওয়ে। পরিকল্পনা চত্বরের বাইরে ও প্রবেশ পথেও পুলিশ রয়েছে।


মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ-র্যবসহ আইন শৃঙ্খলা বাহিনীর দেড়শ সদস্যকে মোতায়েন রাখা হয়েছে। ”
নির্বাচন কমিশনের কর্মকর্তারাও জানান, তফসিল ঘোষণা সামনে রেখেই এ নিরাপত্তা। ইসির চাহিদার প্রেক্ষিতেই পুলিশ বাড়ানো হয়েছে।
একজন নির্বাচন কমিশনার জানান, তফসিল সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে, নাকি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে [বিটিভি-বেতারে] জানানো হবে- তা নির্ধারণ করবেন প্রধান নির্বাচন কমিশনার।


রোববার রাতে বিটিভি মহাপরিচালক ম হামিদ ও সোমবার বেলা ১২টার দিকে বেতার মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমদ ইসি সচিবের দপ্তরে আসেন।
ইসি কর্মকর্তারা জানান, সর্বশেষ নবম সংসদের তফসিলও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল।
কর্মকর্তারা জানান, ইসি কার্যালয়ে সিইসির তফসিলসহ ভাষণ রেকর্ড করা হলেই বলা যাবে কখন তা প্রচার করা হবে। ধারণ করা রেকর্ড সাধারণত সন্ধ্যায় প্রচার করা হয়।
সোমবার দুপুরে প্রতিদিনের মতোই সিইসির কক্ষে ‘অনির্ধারিত’ আলোচনায় বসেছেন নির্বাচন কমিশনাররা।

তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কমিশন সভা ডাকা হয়নি বলে ইসি কর্মকর্তারা জানান।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত শুক্রবার জানান,সোমবারের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই দিনে বিএনপির পক্ষ থকে হুমকি দেয়া হয়, নির্বাদলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল দিলে দেশ অচল করে দেয়া হবে।
রোববার পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এক চিঠিতে ইসি সচিবকে জানান, তফসিল সামনে রেখে কমিশনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।