অপরাধীরা হলেন ৬৩ বছর বয়সী কারেন ভেসার এবং ৪২ বছর বয়সী ট্রেসি ভেসার। তারা বিভিন্ন মানুষকে এমন ধারণা দিতেন যে, তারা মনে করতেন তাদের ভালোবাসার বিষয়টি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সেবাপ্রদানকারী কর্মীদের সঙ্গে কথা বলছেন। আর এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ অর্থ তারা প্রতারিতদের কাছ থেকে সংগ্রহ করত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক আদালতের রায়ে মেয়ের ১৫ বছর এবং মায়ের ১২ বছর, সবমিলিয়ে মোট ২৭ বছরের কারাদণ্ড হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ইন্টারনেট ডেটিং স্ক্যামের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রসহ আরও ৪০টি দেশের ৩৭৪ জন ব্যক্তিকে প্রতারিত করেছে। পুলিশ তাদের বক্তব্যে বলেছে, “তারা শুধু আইনই ভাঙেনি, সেই সঙ্গে বহু মানুষের মনও ভেঙেছে।”
মা ও মেয়ের এ ডেটিং প্রতারণার অভিযোগে গত বছর তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।