জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
কাল দেখা হচ্ছে
তুমি শুভ্র-বসনা শ্যামলিমা আকাশ হয়ে
দাঁড়িয়ে থাকবে জিন্দাবাজার মোড়ে।
আমি আলুথালু প্রেমিক সেজে হৃদয়ের আলমারিতে
তুলব তোমায়। হৃদয় পালকিটা কাউকে ভাড়া দিব না
আগামীকালের জন্য। তোমার জন্য রজনীগন্ধ্যার
স্টিক নিব কয়েকটা সস্তা দেখে, দামী জিনিসে আমার
অস্বস্তি আছে। আমি কিন্তু সেজে-গুজে ফুলবাবুটি হবনা
এতেও আমার এ্যালার্জি হয়---আমি প্রকৃতির খুব কাছাকাছি
কোন এক রঙের টি-শার্ট পরব অথবা সফেদ পান্জাবী-জিন্স।
তুমি কিন্তু লাল পেড়ে শাদা শাড়ী--ওটা আমার ভীষণ প্রিয়, ভীষণ।
কাল দেখা হচ্ছে জিন্দাবাজার মোড়ে
তুমি লাল পেড়ে শাদা শাড়ী
আমি রজনীগন্ধার সস্তা স্টিক হাতে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।