প্রেমের জন্য ডেটিং নাকি ডেটিংয়ের জন্য প্রেম। এ বিষয় নিয়ে গবেষণা কাজে ব্যস্ত আছেন হাজার প্রেমিক প্রেমিকা বিজ্ঞানী। তারা দৈনিক ডেট করে আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন আসলে ডেটিং কী?
ছেলেদের মতে ডেটিং
ডেটিংয়ের বিশ্লেষণ করতে গিয়ে ছেলেরা নানাভাবে বিশ্লেষণ করেন। একজনের মতে, ডেটিং মানে তার চোখে চোখ রাখা, এইটুকুতে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি আর বলতে পারেননি। অন্যজন বলেন, ডেটিং হোক যথাতথা, প্রেম হোক ভালো।
তার মানে ডেটিংয়ের নির্দিষ্ট কোনো জায়গা নেই। পার্ক থেকে রাজপথ অথবা ভাঙা রাস্তা সবখানেই ডেটিং হতে পারে। সাড়ে সাত বছরের প্রেমের অভিজ্ঞতাসম্পন্ন একজন জানান, ডেটিং স্পেশাল কিছু নয়।
মেয়েদের মতে ডেটিং
ব্যাপারটা দুজন মিলে করলেও ডেটিং বলতে ছেলে এবং মেয়ের মুখে আলাদা আলাদা অর্থ পাওয়া যায়। একজনের কাছে ডেটিং মানে কী জানতে চাওয়া হলে, তিনি অনেক ভেবে-চিন্তে বলেন, ডেটিং মানে যেন কী? অন্যজন ডেটিং বলতে বলেছেন ডেটিং মানে আমি শপিং করব, সে আমার পাশে থাকবে, রেস্টুরেন্টে মজার মজার খাবার খাব।
সে আমার সামনে থাকবে, বিউটিপার্লারে আমি ভ্রু প্লাগ করতে যাব, সে ওয়েটিং রুমে অপেক্ষা করবে, ডেটিং মানে সব বিল ও-ই দেবে।
ডেটিংয়ের প্রকারভেদ
ডেটিংয়ের প্রকারভেদ মূলত নির্ভর করে প্রেমিকের পকেটের অর্থনৈতিক অবস্থার ওপর।
তাত্তি্বকভাবে ডেটিং মূলত দুই প্রকার-
ফার্স্ট ডেট : এই প্রকার ডেটিংয়ে প্রেমিক প্রেমিকা দুজনেরই আগের রাতে ঘুম হয় না, ছেলেরা ফার্স্ট ডেট করার আগে শেভ করতে গিয়ে গাল কেটে ফেলে, মেয়েরা কপালের টিপ উল্টোপাল্টা করে ফেলে।
লাস্ট ডেট : লাস্ট ডেট বলে-কয়ে আসে না, হুট করে আসে। লাস্ট ডেটিংয়ের সময় কেউ জানতে পারে না এটা তাদের লাস্ট ডেটিং।
মানুষ কেন
ডেটিং করে
ডেটিং হচ্ছে প্রেমের খাবারের মতো। মানুষ ডেটিং করে কারণ মানুষ প্রেম করে। ডেটিং প্রেমকে করে স্ট্রংগার এবং সার্পার। প্রয়োজনের তুলনায় অধিক খাদ্য গ্রহণ যেমন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি ক্ষেত্রবিশেষে প্রয়োজনের অধিক ডেটিং করাও ঝুঁকিপূর্ণ হতে পারে ।
ডেটিংয়ের আগে
ডেটিং হচ্ছে প্রাইভেট শব্দগুলোর একটি।
ডেটিংকে অনেকে কৌশলে নিজের বাসায় মানুষ প্রাইভেট পড়তে যাওয়া, নোটস আনা, ক্যাম্পাসে যাওয়া হিসেবে পরিচয় করিয়ে দেয়। মূলত ডেটিংয়ের আগে এমন প্রস্তুতি নেওয়া হয়ে থাকে যেন কেউ কিছুই জানে না। আসলে জেনে যাওয়ার আতঙ্ক ডেটিংয়ের আগেই বেশি থাকে। তবে জেনে গেলে আর ডেটিংয়ে যেতে হবে না কারণ ধরা খেয়ে ঘরেই বসে থাকতে হবে।
ডেটিংয়ের পরে
বেশির ভাগ ছেলেই ডেটিংয়ের পর বাসায় ফিরে চোর চোর ভাব নিয়ে।
বাড়তি সতর্কতাস্বরূপ খাবার টেবিলে আজকে স্যার কী কী পড়িয়েছে সেটাও সবিস্তারে বলতে থাকে। অনেকে ডেটিং শেষে খুব খুশি খুশি আচরণ করে। প্রয়োজনে বাসায় ফিরে রান্নার কাজে মাকে সাহায্য করতে পারে। যেন সন্দেহ নিজের ওপর না পড়ে, সে জন্য আর কি ।
ডেটিংয়ের উপকারিতা
ডেটিংয়ের উপকারিতা অনেক।
ডেটিংয়ের কারণে পার্কের ফুল বিক্রেতারা উচ্চদামে ফুল বিক্রি করে আয় করতে পারে। বাদামওয়ালারা বাদাম বেশি বিক্রি করে। এ ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট, লাউঞ্জের আয়ও বৃদ্ধি পায়। রাস্তার পাশের কিছু ফুচকা দোকান হয়তো ডেটিং না থাকলে কেবল লালবাতি জ্বলত। ফুলের দোকানের ব্যবসায় ভাটা পড়ত।
ডেটিংয়ের অপকারিতা
বেশি বেশি ডেটিংয়ে একাধারে অর্থের অপচয় হয়। ডেটিংয়ের জন্য ছেলেরা বাবার পকেট কাটতে পারে। ডেটিংয়ে সময় কোন দিক দিয়ে যায় সেটা অনেকেই বুঝতেই পারেন না। এভাবে সময়েরও কিছু অপচয় ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।