আমাদের কথা খুঁজে নিন

   

গুপ্তচর সন্দেহে হাঁস গ্রেফতার

পালকের মধ্যে লুকনো ছিল একটি ইলেকট্রনিক যন্ত্র। যার জেরে গ্রেফতার হতে হল অভাগা হাঁসকে। যন্ত্রটি নাকি স্পাই ক্যামেরা। মিশরের নীল নদের দক্ষিণ উপকূল কেনা নগরের এক জেলে পাঁচটি হাঁস ধরেন। যার মধ্যে এই হাঁসটিও ছিল।

হাঁসটির পালকের মধ্যে যন্ত্রটি পেয়েই সন্দেহ হয় জেলের। তখনই তাকে কেনার আরবী উপজাতিদের হাতে তুলে দেন তিনি। তারাই স্থানীয় পুলিশে খবর দেন।

শুধু খবর দিয়েই ক্ষান্ত হননি, রীতিমতো অভিযোগও দায়ের করেন। ফলে হাঁসটিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর নিরাপত্তা ও পরিবেশ বিভাগের কর্মীরা যন্ত্রটি পরীক্ষা করে দেখেছে। যন্ত্রটি কোনও বিস্ফোরক বা স্পাই ক্যামেরা নয় বলে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। জানা গেছে, এই যন্ত্রের সাহায্যে ফরাসী বিজ্ঞানীরা অতিথি পাখিদের গতিবিধির ওপর লক্ষ্য রাখেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.