আমাদের কথা খুঁজে নিন

   

কি বলিব তাহারে......

সততায় মৃত্যুও ভালো..........

হঠাৎ করিয়াই আমার মাথায় বাজ পড়িল। হয়তো আমিও এমনি বাজ ফেলিয়াছিলাম কাহারো উপর.......সেই চাকরীর প্রথম মাস শেষ না হইতেই। জীবনের জন্য নয় শুধু চাকরীর জন্য প্রশ্ন করিয়াছিলাম- উপরি এড়াইয়া কিভাবে চলিব? একটা দীর্ঘ শ্বাস আর পরক্ষণেই সিগেরেটের ধোয়ায় আমার উত্তর তথৈবচঃ প্রায়- 'রাস্তাটা পিছল'। রাস্তাটা পিছল এমন শব্দের পরে অনেক বাঁকের বাক যুদ্ধ চলিয়া থাকে। আমিও যুদ্ধ করিয়াছিলাম এবং জীবনের জন্য চাকরী জীবনের একটা পিছল পথই বাছিয়া হইয়াছিলাম।

আমার আশে পাশে তখন স্বপ্নে না দেখা বাস্তবতা সদ্য নবজাত শিশু। জীবনে অনেক কিছুই হয়তো হারাইয়াছি (পার্শ্ববর্তীর চোখে)........কিন্তু সততায় বসবাস করার একান্ত ইচ্ছা এখনো লালন করিতেছি ( কখনো কি হাটি নাই ভ্রান্ত পথে! হাটিয়াছি, তবে তা অবশ্যই অজান্তে.... জানার ক্ষণেই নিজেকে আগামীর জন্য সামলাইয়াছি).......এই আমার যাপিত জীবন। আজ আমার এক প্রিয় বন্ধু তার বিপথগামীতার প্রথম পথ থেকে নিজেকে সামলাইলো। আমার বোকা বন্ধু 'চাহিবা মাত্র বাহকে .....দিতে বাধ্য থাকিবে' এমন গণপ্রজাতন্ত্রী'র সীল মোহরযুক্ত বান্ডিল থেকে নিজেকে বিরত রাখিয়া আমাকে ফোন করিল। আমি শিহরিত হইলাম ।

আমার অতীত অভিজ্ঞতা স্মরণ করিলাম। আমি বাক রুদ্ধ হইয়া আপনাদের স্মরণাগত হইলাম- কি বলিব তাহারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.