আমাদের কথা খুঁজে নিন

   

---যাহা বলিব সত্য বলিব---

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, উকি মারে আকাশে..............!!! মিথ্যা বলা অন্যায় এবং মহাপাপ । সবসময় সত্য কথা বলা উচিত । সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আগে কি বলেছিলেন সেটা মনে রাখার কোন দরকার হয় না । কিন্তু সবসময় কি সত্য বলার মতো অবস্থা থাকে ? অবস্থা যাই হোক না কেন, আপনি চাইলেই কিন্তু সত্য বলতে পারেন । এই জন্য মনের জোর যতোটা না দরকার, তার থেকে বেশি দরকার আমার মতো একটু টেকনিক খাটানো !! যেমন মনে করেন, আপনার বউ রান্না করেছেন 'রান্নার বই' দেখে দেখে ।

কপাল খারাপ যে সেটা টেস্ট করার জন্য আপনার থেকে বড় গিনিপিগ আর নাই । খাবারটা মুখে দিয়ে মুখটা একটু বাকা করতে গিয়ে সামলে নিলেন- - বউ এর হাতের ছুন্নি টা তো 'বন্যেরা বনে সুন্দর আর ছুন্নি নারীর হাতে' এর মতো জায়গামতো শোভা পাচ্ছে ! মিথ্যা বলবেন??? সাবধান !!! কি দরকার এতো ছোটখাটো বিষয়ে পাপ কামাই করার !! মুখটা হাসি হাসি করে কোন মতে বলে ফেলুন না- ''নাহ্‌, অমন্দ হয় নাই । " আবার মনে করুন আপনি একটা অন্যায় কাজ করে ফেলেছেন । এখন আপনাকে সেই কাজটা সম্পর্কেই জিজ্ঞেস করা হলো । উভয় সংকট অবস্থা !! সত্য বলার একটা রিস্ক নিয়েই দেখেন না কি হয়!! বুকে সাহস রেখে জোর গলায় বলে উঠুন - ''আমি কোন বেঅন্যায় কাজ করি নাই ।

" আর রোজার মাসে রোজা না রাখার মতো গর্হিত কাজ যদি ভুলক্রমে করেই ফেলেন তখন আর কি করবেন! কোন রোজাদার বন্ধু যদি জিজ্ঞেস করেই ফেলে - কিরে, রোজা রাখছোস?? রোজা না রাখা ভালো কিছু না । সুতরাং সেটা সরাসরি না জানিয়ে একটু ভাব নিয়া জোর গলায় বলুন - " তোর মতো না, বুঝছোস !!" বন্ধুটি বুঝলে চুপ করে থাকবে আর না বুঝলে আপনি চুপ করে থাকবেন আর কী !! আবার মনে করুন আপনি যদি নিজের সৌভাগ্যের কথা বড়ো গলায় জাহির করতে না চান, তবে সোজাসুজি বলুন- " আমার মতো দুর্ভাগ্যহীন লোক আর কয়জন আছে !??" দেখবেন সহানুভুতির ঝর্ণাধারায় আপনি ক্রমেই সিক্ত হয়ে যাচ্ছেন 'দুর্ভাগ্যহীন' শব্দটার মারপ্যাচের কারণে !! সুতরাং সবসময় পণ করুন সত্য বলার জন্য । তবে সবচেয়ে ভাল হয় এই সব প্যাচের ভিতর না গিয়া সোজাসুজি সত্যটা বলে দিতে পারলে । এক্ষেত্রে আপনি সাময়িকভাবে বেকায়দায় পড়লেও ভবিষ্যতে নিশ্চিত বড় বিপদ থেকে বেঁচে যাবেন । তাই যাহা বলিব সত্য বলিব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.