©Jewel, All Rights Reserved.
প্রকৃতির প্রাকৃতিক নিয়মে মহান স্রষ্টার সকল সৃষ্টির
শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানব জাতি।
আদিকাল হতে বর্বরতার গন্ধ পাওয়া যায় সমীরণে
দানব,মানব,জীবজন্তু ও প্রাণীকূল হ'তে।
কালের পরিক্রমায় এই মন্দ বিশেষণের চক্র হয়নি
আজও নিঃশেষ।
প্রাচীন,সামন্ত,মধ্য আধুনিক যুগ ও কালের প্রবাহ
পায়নি এ থেকে পরিত্রাণ।
স্রষ্টার সেরা সৃষ্টি অন্তরে গুপ্তভাবে ব্যাপ্ত রয়েছে ----
নফস্ আম্মারার এ'কু-স্বভাব অবিরত।
সুরমা বৃহৎ প্রাসাদ,প্রভাব প্রতিপত্তি ও বিশাল বৈভবের আস্বাদ
পেয়েও আমরা লাঞ্ছিত করেছি মানবতা।
জ্ঞানে-বিজ্ঞানে আধুনিক সভ্যতা গড়েও মুছে ফেলতে পারিনি
আমরা বারংবার এ' কদর্য জঘন্য স্বভাব।
তথাপি নিজেদেরকে সুসভ্য, কুলীন, সর্বোত্তম সৃষ্টি বলে ভাবি
শোন হে মহাজ্ঞানী, আহা ,কি চমৎকার বোকামী!
যুগে যুগে বৈজ্ঞানিক উদ্ভাবনী ফললাভে আমরা নিজেদেরকে
অতি উন্নত সৃষ্টি বলে অত্যন্ত ধন্য মনে করি।
অত্যাধুনিকতায়, অঢেল অর্থের অহমিকায় ও মেকী অভিজাত
বংশের মিথ্যা দোহাই দিয়ে গর্ববোধ করি।
গর্ব করা কেবল স্রষ্টারই সাজে, সকল কাজের মাঝে
হে ভ্রান্তবিলাস মানব, নহে তাহা সৃষ্টির।
মূল্যবোধের অবক্ষয়ে, হীনকাজে, পাশবিক অত্যাচারে ও
নৃশংস হত্যাযজ্ঞে অদ্যাবধি আমাদের বর্বরতার কলঙ্ক বহন করে।
বুদ্ধিজীবী, মসিজীবী ও ধরিত্রীর অমৃতের সন্তান আমরা সকলে
এ কলঙ্কের মনিহার আর নাহি শোভা পাক মোদের গলে।
অসি দিয়ে, মসি দিয়ে, প্রজ্ঞা দিয়ে শ্রম দিয়ে ও দৃঢ় আত্মপ্রত্যয়ে
আজই বর্বরতাকে নিশ্চিহ্ন করব মোরা।
গেয়ে যাই বিশ্বব্যপী জয়গান, হোক চির অবসান ধরা ধাম থেকে
চিরতরে আদিম রিপু, পাশববৃত্তি বর্বরতার। ।
লেখকঃ মরহুম আবদুল মান্নান
প্রকাশিত নাটোর বার্তায় ১১ই মার্চ,১৯৯৬ ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।