আমাদের কথা খুঁজে নিন

   

গোপনে পালিয়ে যাও যদি

শাফি সমুদ্র

গোপনে পালিয়ে যাও মৌমাছির ঘ্রাণে তোমাকে খুঁজতে গিয়ে চোখের শূণ্যতায় ডানা ভেঙেছি শালিকের মগ্ন ঘোড়ার ক্ষুরের শব্দ খুঁজি প্রস্থান পথে আহা পথ গেছে বুঝি তোমার ছায়াপথে নিজেকেই আড়াল করো বৃক্ষের বাকলে চিন্তার সম্ভ্রমে আমিও ছুঁয়েছি হাত প্রস্তাবিত আনন্দে পাথর পথে হেঁটে হেঁটে রোদ ভাঙি রোদের সংসারে নির্বাক প্রস্তুতি ফিরে এসো ঠোঁটের কার্ণিশে বৃষ্টির ফোঁটায় প্রাচীনবৃক্ষ আরো ভিজে যাবে লজ্জাবতি উঠোনে বলো কী সংশয় রেখেছো ওখানে যেখানেই পালাবে বৃষ্টি তোমাকেই ছোঁবে আপতত সেই সিদ্ধান্তে স্থির আমরা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।