আমাদের কথা খুঁজে নিন

   

গোপনে গোপনে

/

আর দেখা হবে না। শ্যামা আলোয় হাতের মুঠোয় চাঁদ - কিরণের রঙে কালো জল রাঙা - রূপালী ঢেউ উচ্ছ্বাসে কল্লোলে। ঢেউ ভাঙ্গা বুকে তীর ধ্বসে পড়ে প্রগাঢ় সময়ের স্রোত অনাহুত অমাবস্যা ভুত চাপে স্বর্ণালী সান্ধ্যগল্পে। মৃদুমন্দ বাতাস। সবুজ ঘাসের বুক তিরতির কাঁপে। পাতার ঝরঝর সর সর শব্দ জড় হয় একরাশ ভয় পালক লোম কান খাড়া করে - না শুনতে চাওয়া শব্দের ব্যবকলন - দু' হাতে জড়সড় সময় বেরিয়ে যায় বিচ্ছেদ্য হাত নামে পর্যদুস্ত স্বায়বিক যুদ্ধে। ফিরিবারে চাই - যেন বলি অচেনা ভবিষ্যতের রথে একাকী যেয়ো না আমাকে অতীতে রেখে, তোমার অবর্তমানে সম্প্রদানলব্ধ কারাগার - তুমি কি শুনতে পাও হৃদয়ের ডালপালা ভাঙ্গে তোমার চোখে মুখে ব্যক্ত ভাষারাশি নৈরাশ্যের অবিচার পর্বত শৃঙ্ঘে জমাট শক্ত বরফ, আমার অবিশ্রান্ত জলরাশি দু' মুখ দু' ধারে চেয়ে রয় কিছু বলা হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।