###################
এটা একটি কবিতা, উৎকৃষ্ট কবিতা
ভাবতে পার আত্মপ্রচার, হয়ত তা-ই
আমার বাবা এক মুক্তিযোদ্ধা, গণযুদ্ধের মুক্তিযোদ্ধা
সম্মুখযুদ্ধে অংশ নিয়ে পেড়ে এনেছিলেন এক দেশ; বাংলাদেশ।
বাংলাদেশ, তোমার জন্ম যে পথ বেয়ে
সে পথের কোন এক মাসে এসেছি আমিও
যদিও তুমি আমা থেকে বছর কয়েক বড়
তবু আমিও দেখিনি তোমা থেকে খুব একটা কম
হয়ত তোমার মত নয় অভিজ্ঞ কোনও এক
ভাবতে পার পোড় খাওয়াজন, খাঁটি সো্না!
এই ফাল্গুণ গত হয়েছিল গত বছরে
তা লিখে রাখেনি কোন সংবিধান
ছাপা হয়নি কোন খবরের কাগজে
কোন টক-শো তে বসেনি কোন টিভি চ্যানেল
তবে আমি লিখে রেখেছিলাম বলে ফের অবগাহন করি
আর একটা জ্বলজ্বলে সুরযে রাখি তুমুল পদক্ষেপ
তো্মাকে সমানে রেখে।
এ আমি গর্ব করতেই পারি আমার পিতাকে নিয়ে
গর্ব করতে পারে আমার পিতামহ, তার পিতা আর পিতামহ
আমার পরিজন, আত্নীয়-অনাত্নীয়
একটা সূরয সন্তানের দেখা পেয়েছে বলে।
দিন যায়, মাস যায়, আসে আর একটা দিন - মাস
ঘটনা যা-ই ঘটে যাক এই ফেব্রুয়ারিতে
যতই পিলখানা ঝড়ে ঈশ্বরকে কাঠগড়ায় আনে বিশ্বলো্ক
আমি এই চৈত্রে এসে ঘোষণা দিয়েছি শ্রেূষ্ঠত্তের
কারণটাও জানে সবে--------------
মঞ্চে দাড়িয়ে গেছে এক সুরয সন্তান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।