আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্চে ফিরছেন চুমকী

দীর্ঘ আট মাসের বিরতি। এবার বিরতি শেষে মঞ্চে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। সাধনা প্রযোজিত 'সীতার অগি্নপরীক্ষা' নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আবারও মঞ্চাভিনয়ে ফিরছেন তিনি। এক ঘণ্টা ২০ মিনিটের এই নাটকটি রচনা করেছেন সায়মন জাকারিয়া। নাটকটিতে চুমকী একক অভিনয় করছেন।

একক অভিনয় বলতে, নাটকে রয়েছে মোট ২০টি চরিত্র। সবগুলো চরিত্রে চুমকী একাই অভিনয় করবেন। নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন চুমকী।

চুমকী বলেন, 'সীতার অগি্নপরীক্ষা'র আজ ৩৮তম মঞ্চায়ন হবে।

প্রায় আটমাস আগে এর ৩৭তম মঞ্চায়নে অভিনয় করেছিলাম। অন্যান্য আনুষঙ্গিক কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে মঞ্চে একেবারেই সময় দিতে পারি না। কিন্তু প্রাণের টানে এখানে আসতেই হয়। আশা করি আজকের মঞ্চায়নটিও দর্শকের ভালোলাগবে। '

নাজনীন হাসান চুমকীর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা।

সেখানেই ১৯৯২ সালে 'অরিন্দম সাংস্কৃতিক সংগঠন'র হয়ে প্রথম নাটকে অভিনয় করেন। এরপর ১৯৯৬ সালে ঢাকায় এসে দেশ নাটকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এ দলের হয়ে 'লোহা', 'বিরসা কাব্য', ' নিত্য পুরাণ'র মতো নাটকে তিনি অভিনয় করেছেন। তার অভিনয়ে দর্শকও মুগ্ধ হয়েছে। নাজনীন হাসান চুমকী অভিনীত প্রথম চলচ্চিত্র তানভীর মোকাম্মেল পরিচালিত 'লালন'।

এরপর তিনি কাজী মোরশেদের 'ঘানি' ও 'একই বৃত্তে' ছবিতে অভিনয় করেন। ২০০৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি 'ঘানি' ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার চরিত্রের নাম ছিল 'ময়না'। চুমকী অভিনীত নতুন ধারাবাহিক নাটক হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ও মাসুম রেজা পরিচালিত 'আমোদপুর'।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।