আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্চে আমার উপস্থাপনা

আল বিদা

ক্লাস 3 তে যখন পড়ি এলাকার এক বড় ভাই ধরে নিয়ে এলাকার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করাল। ছাতক অডিটরিয়ামে প্রায় হাজার মানুষের সামনে স্টেজ প্রোগ্রাম করা। সে ছিল শুধুমাত্র স্ক্রিপ্ট দেখে বলা। আমার সাথে কুমকুম নামে এক মনিপুরী মেয়ে ছিল। ছোট ছিলাম তাই সবাই খুব উৎসাহ দিয়েছিল।

পরদিন স্কুলের হ্যাডস্যার ফরমান জারি করলেন স্কুলের পরবর্তী অনুষ্ঠানে আমি উপস্থাপনা করব। চট্টগ্রাম শাহীন কলেজে পড়ার সময় নবীন বরন অনুষ্ঠানে আমাকে না জানিয়েই উপস্থাপক হিসেবে আমাকে সিলেক্ট করল। অথচ আরও অনেকেই ছিল করার মত। আমি লজ্জায় প্রথমদিন রিহার্সেলেই যেতে পারিনি। পরদিন বন্ধুরা ধরে নিয়ে গেল।

'আগুনের পরশমনি ছোয়াও প্রানে' - এই গানের সাথে আমার আবৃতি একটা নতুনত্ব আনল। কিন্তু তারপর আমার সমস্যা এই হল যে প্রত্যেক টিচার ক্লাসে আমার পড়া ধরত। আমার ছবি তোলার জন্য যে ছেলেকে ক্যামেরা দিয়েছিলাম পরে দেখলাম সব ছবি তার গার্লফ্রেন্ডের। হালিশহরে যখন অনুষ্ঠান করলাম তখন আমি এ সম্বন্ধে কিছুটা জানি। এত মানুষ প্রোগ্রাম দেখল যে এরপর থেকে এলাকায় আমরা হিরো হয়ে গেলাম।

এই উৎসাহে পরের বছর আবারো প্রোগ্রাম করলাম। এইটাতে আমার কাজ এতই খারাপ হল যে এরপর থেকে আর কোনদিন প্রোগ্রাম করার নাম নেই নাই। তখন চট্টগ্রামের অনেকেই চট্টগ্রাম টিভিতে প্রোগ্রাম করতে বলত। কিন্তু আমি আর সাহস করি নাই। আমার উপস্থাপনা করার সেখানেই ইতি।

আফসোস অনুষ্ঠানের ছবিগুলো সংগ্রহ করি নাই। (নিজের যে ঢোল বাজালাম তার শব্দে কেউ বিরক্ত হলে দুঃখিত। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।