হিন্দু স¤প্রদায়ের বিয়ে ও উত্তরাধিকার আইন পরিবর্তনের পক্ষে বললেন আইনমন্ত্রী শফিক আহমেদ।হিন্দু স¤প্রদায়ের আপত্তি না থাকলে সরকার 'হিন্দু উত্তরাধিকার আইন' বিশেষত 'হিন্দু বিবাহ নিবন্ধন আইন' প্রণয়ণ করবে বলে জানিয়েছেন তিনি।বুধবার রাজধানীতে এক সেমিনারে আইনমন্ত্রী বলেন, "বিভিন্ন সময় অভিযোগ এসেছে, দীর্ঘদিন সংসার করার পর অনেক হিন্দু স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে অস্বীকার করেন। এক্ষেত্রে নিজেকে তার স্ত্রী হিসেবে প্রমাণ করার কোনো পথও থাকে না সে নারীর।
"একইভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও হিন্দু স্বামী বা স্ত্রী তাদের বিয়ের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেন না। এসব দিক বিবেচনা করে অনেক নারী অধিকার সংগঠন এ বিষয়ে আইন প্রণয়ণের জন্য অনুরোধ জানিয়ে আসছে।""বিষয়টি ধর্মীয় সম্পর্কযুক্ত। এ বিষয়ে যদি আপত্তি না থাকে তবে সরকার 'হিন্দু বিবাহ নিবন্ধন আইন' প্রণয়নের উদ্যোগ নেবে", বলেন শফিক আহমেদ।নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম আয়োজিত 'একসেস টু জাস্টিস ফর ভিকটিম অব জেন্ডার বেসড ভায়োলেন্স' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।
মন্তব্য করুন......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।