সকলকে বোকা বানিয়ে স্যুট টাই পরিহিত মার্জিত দুই চোর প্রানচঞ্চল লন্ডন শহরের মেফেয়ার এলাকায় প্রসিদ্ধ স্বর্নের দোকান গ্রাফ জুয়েলারী থেকে গত বৃহস্পতিবার ৪০ মিলিয়ন পাউন্ড ( ৪৬০ কোটি টাকা ) সমপরিমান মূল্যের স্বর্নালংকার ছিনতাই করে এক প্রকার বিনা বাধায় পালিয়ে যেতে সক্ষম হয়।
অত্যান্ত সূরুচীপূর্ন এবং মার্জিত বেশভুষায় ছদ্মবেশী দুই চোরকে দেখে সেখানকার নিরাপত্তা প্রহরীগণ বুঝতেই পারেনি আড়ম্বরপূর্ন পরিচ্ছদের ভেতর লুকিয়ে ছিল বিশ্ব চোর
৪৩ প্রকার মূল্যবান অলংকার ছিনতাই করে পালানোর পথে তারা ৩ বার গাড়ী পরিবর্তন করে। স্কটল্যান্ড পুলিসের ভাষ্যমতে, প্রথম তারা যে গাড়ীটি ব্যবহার করে সেটি ছিল বি এম ডাবলিঁউ। এরপর তারা পরির্বতন করে মার্সিডিস সিলভার এবং ধারনা করা হয় সর্বশেষে তারা ফোর্ড গ্যালিক্সি অথবা ভোক্সওয়াগেন শ্যারন গাড়ী পরিবর্তন করে।
ইংল্যান্ডের ইতিহাসে এই চুরি হচ্ছে ২য় বৃহত্তম চুরি, এর আগে সর্ববৃহৎ চুরি সংঘটিত হয়েছিল ২০০৬ সালে এবং চুরির পরিমান ছিল ৫৩ মিলিয়ন পাউন্ড।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।