Never lose hope...., Never Stop Expedition....
এবারের অ্যাশেস ইংল্যান্ডের। এক সময়ের পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে ২০৯৩ তম টেস্ট ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ (৩-০ তে) নিজেদের করে নিলো ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট জয়ে বড় ভূমিকা রেখেছে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ব্রডের মাধ্যমেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের যবনিকা ঘটলো। আমি শুধু অবাক হই এই ভেবে যে এই অস্ট্রেলিয়া এক সময় কি ছিল; আর আজ!!!! আসলে কেউই অজেয় নয়।
৪০ উইকেট পতনের এই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৩৮ যার জবাবে অস্ট্রেলিয়া ২৭০ তার জবাবে ইংল্যান্ড ৩৩০ যার জবাবে অস্ট্রেলিয়া ২২৪ এ শেষ। বিস্তারিত এখানে দেখে নিতে পারেন
যাইহোক, জনশূন্য হলে (ঈদের আমেজ আর হরতালের ড্যামেজের কারণে ছাত্ররা এখনো আসেনি) ফ্রি ওয়াইফাই দিয়ে খেলার শেষাংশের লাইভ HD Streaming দেখলাম। বেশ ভালোই- ফ্রি জিনিস।
ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।