আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়

এন্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে।
 
টসে জিতে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪৪.২ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান করতে সক্ষম হয়। এত কম রানে স্বাগতিকদের বেধে রাখার পেছনে ইংল্যান্ড দলের স্পিনাররাই বড় ভূমিকা রেখেছে।

ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে ৮টি নেন স্পিনাররা।
 
ইংল্যান্ড দলের শুরুটা বেশ ভালোই ছিল। প্রথম ২০ ওভারে ২ উইকেটে তারা ৭৯ রান তুলে নেয়। তখন তাদের জয় অনেকটাই সহজ মনে হচ্ছিল। কিন্তু এরপর ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

কিন্তু শেষ পর্যন্ত দলকে বিপর্যয় থেকে তুলে আনেন
রবি বোপারা এবং অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। তারা দু’জনে মিলে ৫৮ রানের জুটি গড়েন যা শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ৩ উইকেটের জয় এনে দেয়। ৫ ওভার হাতে রেখেই ৪৪.৪ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে জয়  পায় তারা।
প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমেই তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ইংলিশ স্পিনার স্টিফেন প্যারি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী বুধবার অনুষ্ঠিত হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.