আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেন ছিঁড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫

তরেক হাসান নামের ১০ বছর বয়সী এক বালক সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
নিহত বাকি চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মিজানুর রহমান (৩৫), মো. জয়নাল আবেদীন (৩০)ও মো. শফিকুল ইসলাম (২৬)।
শ্যামপুর থানার উপ পরিদর্শক মাহফুজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত তারেকের বাবা আবুল বাশার বাদি হয়ে ক্রেনের চালক বজলুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে জুরাইনে সেতু মার্কেটের সামনে মালবোঝাই একটি ট্রাক আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। রাত ৯টার দিকে ট্রাকটি উদ্ধারের সময় ক্রেনের শিকল ছিঁড়ে যায় এবং ক্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বাকি দুজনের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
উপ পরিদর্শক মাহফুজার রহমান জানান, ক্রেনটির মালিক জাকির সিট কাটিং নামের এক কোম্পানি।পুলিশ ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.