আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে নিতে ক্রেন


তাকে বাসা থেকে বের করতে রীতিমতো ক্রেন ব্যবহার করতে হলো! সিটি করপোরেশনের হুলস্থূল আয়োজনের মধ্য দিয়ে দোতলার বাসা থেকে বের হয়ে হাসপাতালে গেলেন তিনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দা ২ পুত্রের মা আমনাপর্ন থংপ্রাপি (৪০) নামের ওই নারীর ওজন ২৪৭ কেজি। ওজনের ভারে হাঁটার মতো ভারসাম্য নেই তার। দিন কাটে বিছানায় শুয়ে বসে। থাইল্যান্ডের ফুকেট গেজেট জানায়, সমপ্রতি তার ডান পায়ে দুটি টিউমারের অস্তিত্ব ধরা পড়লে হাসপাতালে নেয়ার প্রয়োজন দেখা দেয়।

তিনি ডায়াবেটিসেও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে হাসপাতালে নেয়ার কথা ভাবা হলেও বাসা থেকে বের করা দুরূহ বলে তার জন্য ক্রেন আনার কথা ভাবা হয়। ভারি লিফট ক্রেনগুলো সাধারণত আগুনে পুড়ে যাওয়া ভবনের ভেতর থেকে ভারি বস্তু তুলে আনা বা জরুরি ভিত্তিতে ভারি বস্তু সরিয়ে নিতে ব্যবহৃত হয়। আমনাপর্নকে সরাতে ব্যাংকক মহানগর কর্তৃপক্ষ এ ধরনের ক্রেন নিয়ে যায়। সিটি করপোরেশনের কর্মচারীরা আমনাপর্নকে প্রথমে একটি ভারি ধাতব পাতের ওপর বসিয়ে নেয়।

তারপর বারান্দায় বসানো একটি হাইড্রোলিক লিফটের সাহায্যে পাতটিসহ আমনাপর্নকে উঠানো হয়। হাইড্রোলিক লিফট থেকে তাকে বসানো হয় ক্রেনে। ক্রেন তাকে একটি অ্যাম্বুলেন্সে বসিয়ে দেয়। এভাবে ১ ঘণ্টা ধরে চলা অপারেশন শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১ বছর তার চিকিৎসা চলবে।

স্পেশাল মেডিকেল টিমও গঠন করা হয়েছে। আমনাপর্ন বলছেন, সুস্থ হয়ে সাগর সৈকতে বেড়াতে যেতে চান তিনি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।