আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানের ভবিষ্যত



আমার চার বছরের ছেলে সাদী স্কুলের পরে বাড়ী এসে আপন মনে গান গায়- আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার মেঘ বাজায় বাশী ছোট্ট বাচ্চার মিষ্টি গলায় গান শুনতে ভালই লাগে। একসময় মনে নানান ভাবনা চলে আসে। মধ্যবিত্ত পিতার সন্তান, তার ভবিষ্যত কি? সে কি প্রতিযোগিতায় পারবে কঠিন প্ল্যাটফর্মে দাড়ানো উচ্চবিত্তের সন্তানদের সাথে? ছাত্রজীবনে দেখতাম উচ্চবিত্ত ছাত্রদের শিক্ষকরাও তোয়াজ করতেন। এরপর রয়েছে পৌরপিতাদের নানা প্রলোভন, মাদক, অশ্লীলতা, ঘুষ আর সন্ত্রাসের হাতছানি। এদের প্রলোভনে বাবা-মাই অনেক সময় ভেসে যায়। হঠাৎ বড়লোকির নেশায় বহু কিশোরী দিকভ্রান্ত, বহু কিশোর অন্ধকারে পথভ্রষ্ট। তাই ভাবি এত কিছুর মাঝে পারবে কি আমার ছেলে ঠিক থাকতে। পারবে কি সে সৎ, বিবেকবান, চরিত্রবান পুরুষ হয়ে গড়ে উঠতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।