আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ সফরে যদি জীবন সংকটাপন্ন হয়। তাহলে.......

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

একটু ভেবে চিন্তে টিপাই মুখ সম্পর্কে বলতে হচ্ছে। কারন একটি মহলের ব্যার্থ পথযাত্রা আমাকে এই টিপাইমুখ নিয়ে বাস্তব সম্মত পদক্ষেপ এবং ভারতের কাছ থেকে বাংলাদেশের নায্য দাবি আদায়ের প্রসঙ্গে জনগনের সম্পৃক্ততা প্রমাণ করার সময় এখনো আসেনি। অযাজিত অগ্রহনযোগ্য বর্তমানে এখনো যে কর্মসূচির সময় আসেনি। এই সব কর্মসূচি জাতীয় দাবিকে একটি কুচক্রি মহল ব্যাক্তি স্বার্থে ব্যার্থ করার আয়োজন দেখে সত্যি মনক্ষুন্ন হই। এই দাবি সারা বাংলাদেশের জাতীয় দাবী।

এই দাবীর প্রতি সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারকে উপেক্ষাকরে জ্বালাও পোড়াও পথযাত্রা ষ্টান্ডবাজীর রাজনীতি পরিহার করা জাতীয় স্বার্থে জরুরী। প্রশ্ন বাংলাদেশের ডিপ্লোমেটিক দূত যারা টিপাইমুখ পরিদর্শন করতে গিয়েছিলেন তাদের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল। তাদের হেলিকপ্টার যোগে টিপাইমুখ যাওয়ার সময় প্রচন্ড বাতাস এবং দুর্যোগপূর্ন আবহাওয়ার জন্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দের জীবন যদি সত্যিই সংকট্পন্ন হয় তাহলে সেই সম্পর্কে ভারতকে সুস্পষ্ট করে জবাবদিহি করতে হবে। কেন আমাদের ডিপ্লোমেটিকদের জীবন সংকটাপন্ন হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.