আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আফ্রিকান বিশ্বসুন্দরী........

www.bdearned.blogspot.com

আগবানি ডেরোগার জন্ম ১৯৮২ সালে এবোননেমা নামক দক্ষিন নাইজেরিয়ার একটি শহরে তার পুরো নাম Ibiagbanidokibubo asenite darego । তার বাবার নাম asenite darego kaladokubo। মায়ের নাম inaewo darego । তার ধান এবং বুটিকের ব্যবসা ছিল। তিনি আগবানির ছোটকালে স্তন ক্যান্সারে মারা যান।

আগবানি তার বাবা মায়ের ৮ সন্তানের মধ্যে ষষ্ট। ছোটকাল থেকেই তিনি একজন মডেল হবার সপ্ন দেখতেন। তিনি কম্পউটার সায়েন্সের ছাত্রী ছিলেন। ১৯৯৮ সালে তিনি "THE FACE OF AFRICA" নামক মডেলিং প্রতিযোগিতায় রানার আপ হন। ২০০১ সালে beauty pagement winner হন ।

যা তার ঐ বছর মিস ওয়াল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার ক্ষেত্রে বিরাট ভুমিকা রাখে। ঐ বছর দক্ষিন আফ্রিকার সান সিটিতে মিস ওয়াল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। নভেম্ভরের এক সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এবং কৃষ্ঞাঙ্গদের মধ্যে নাইজেরিয়ার আগবানি ডেরোগা চ্যাম্পিয়ন হয়ে প্রথম বারের মত ইতিহাস সৃষ্টি করলেন। তিনি কখনোই ধুমপান এবং মদ্যপান করেন না।

তিনি ২০০১ সালে made honorory member of nigeria"s council of chief হন। একজন সফল মহিলা ব্যবসায়ী হওয়া তার বর্তমান লক্ষ্য। তার বর্তমান ঠিকানা Office—c/o L'Oreal SA, Centre Eugene Schueller, 41, rue Clichy, F-92117, France

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.