নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। আফ্রিকা মহাদেশে একধরণের ভয়ানক মাছি আছে, এই মাছির বৈশিষ্ট্য হলো তারা কামড় দিলে মানুষের শুধু ঘুস আসে। ঘুমাতে ঘুমাতে মানুষ একসময় কোমায় চলে যায়। একবার এক পর্যটক আফ্রিকার এক গ্রামে গিয়ে দেখে গ্রামের সকল মানুষ অঘোর ঘুমে ঘুমাচ্ছে। বিস্মিত পর্যটক ক’য়েক জনকে জাগানোর বৃতা চেষ্টা করে ফিরে যায় তার গন্তব্যে।
গন্তব্য থেকে ফেরার পথে সেই গ্রামে আবারও গিয়ে, এবার দেখে ঘুমমগ্ন সব মানুষ মরে পচেঁ আছে। আমার পাঠের স্মৃতি যদি প্রতারণা না করে তবে এই মাছিবাহিত রোগটার নাম সিসি। আমার মাঝে মাঝে মনে হয় এই মারাক্তক জীবানুবাহি কোন মাছি আমাদের শরীরে কামড় বসিয়েছে। যার কামড়ে শারীরিক মৃত্যু নয়, আমাদের চেতনা জগতের মৃত্যু হয়েছে। একবার লক্ষ্য করে দেখুন এমন অনাচার সামাজিক নৈরাজ্য এমন নীপিড়ন ফ্যাসিবাদী শাসন।
তদুপি আমরা কেমন ঘুমিয়ে আছি। অন্যসব কিছু বাদ দিলাম এই সরকার ক্ষমতায় আসার পর স্রেফ দেশি বিদেশি বেনিয়াদের মুনাফার স্বার্থে এবং পিডিপির দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা জন্য মোট পাঁচবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। যার প্রত্যক্ষ প্রবাব পড়েছে এদেশের ৯৫ভাগ মানুষের জীবনে। জোট-মহাজোট একই স্বার্থের পাহারাদার। বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে তারা তাদের কাজ করেছে।
এখন প্রশ্ন আমরা কী করছি। কোন সন্দেহ নেই এই নিয়ে আমাদের ভিতর চাপা ক্ষোভ আছে, যন্ত্রনা আছে। তবে সেই ক্ষোভ যন্ত্রনা বিলিন হয়ে যাচ্ছে চা’য়ের কাপে ঝড় তুলে, ফেইসবুক স্ট্যাটাস দিয়ে নয়তো দু’চার লাই ব্লগ লেখে। যদি এর ছেয়ে বেশি কিছু হতো তবে দীর্ঘদিন ধরে রাজপথে জনগণের সম্পদ রক্ষার জন্য সংগ্রাম করছে যে জাতীয়স্বার্থে তেল, গ্যাস, বন্দর বিদ্যূ---রক্ষা জাতীয় কমিটি তাদের কর্মসূচীতে শুধু সেই চেনা মুখগুলো কেন। কোথায় সাধারণ মানুষের অংশগ্রহণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।