আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকান প্রেম। (পাবলিক ডিমান্ড)

সবজী কিনছিলাম দুই তরুনী'র কাছ থেকে। দাম দেবার সময় এক তরুনী'র পীঠে নেতিয়ে থাকা এক শিশু দেখে ২০ টাকা বেশী দিলাম। অন্য তরুনীও তার পীঠের বাচ্চা দেখিয়ে তার জন্য ও চাইলো। দিলাম আর জিঙ্গাসা করলাম বয়স কত তোমার? সে বলল : ১৫। আমি থ।

আফ্রিকাতে এটা কমন। মেয়েরা পৃথিবী চেনার আগে নিজের শিশুকে চিনে। এই পরিস্থিতিতে আফ্রিকান প্রেম নিয়ে কি লিখবো ? আমাদের এক কলিগ কে প্রশ্ন করেছিলাম তারা ক ভাই বোন। সে যা বলল : সে আর তার বোন মা'র সাথে থাকে। তার বড়বোন তার মা'র অন্য এক ছেলে বন্ধু'র।

তার বাবা অন্য একজন কে বিয়ে করেছে যার ঘরে তিন ভাই বোন। (এক সন্তান অন্য ছেলে বন্ধু'র)। সেই বাবা এখন আরেক জন মেয়ে বন্ধুর সাথে থাকে যাকে ইতিমধ্যে ২ মেয়ে উপ হার দিয়েছে। আমার চোখ ছানাবড়া দেখে সে বলল" নো প্রবলেম"। আসলেই নো প্রবলেম।

যুদ্ধবিধ্বস্ত এই দেশে অধিকাংশ পুরুষরা মারা গেছে। আর মেয়েরা ছিল অত্যাচারিত। পুরো পরিবারের দায়িত্ব নিয়ে ঘাস আর লতা পাতা খেয়ে দিন কাটাতো -শুনে অবাক হইনি। ১২ বছর পার হয়েছে। কোন কিছুই গড়ে উঠেনি।

আফ্রিকান প্রেম শিরোনামে এসব কি লিখছি !! এখানে অধিকাংশ মেয়ে দের জীবন কাটে নিজের সন্তান অথবা একপাল ছোট ভাইবোন নিয়ে পরদিন কিভাবে কাটাবে তা ভেবে। নাই কোন চাকরী, কোন অর্থ উপার্জনের সৎ উপায় তাদের আবার কিসের প্রেম ? বয়স,বংশ,মর্যাদা, চেহারা নির্বিশেষ তারা বন্ধু খুজে ফিরে। বিদেশী বন্ধু। কয়েকটি ডলার। একটু ভাল খাবার।

তাতেই ভাল কাটবে কয়েকদিন। তার এবং তার পরিবারের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.