আমার সব সময় খুব ইচ্ছা ছিলো ডায়েরি লিখা। কিন্তু হয়ে উঠেনি কখনও। তার পিছনে কারন অবশ্য আছে। প্রথম কারন হল আমাঁর হাতের লিখা ভাল না। ।আর সময় ও পাই না ডায়েরি লেখার। যাই হোক এবার ব্লগ লিখতে বসলাম। প্রথমে ভাবছি কবিতা দিয়ে শুরু করি। ইদানিং প্রায়ই কবিতা লিখা হচ্ছে।
কোনো এক শিমুলের তলায়
ধুসর-লাল বালুকা বেলায়,
পড়েছিল পদচিহ্ন তোমার...
গিয়েছিলে হেটে সেথা, কোনো এক কালে
দেখিনু তোমায় সেথা ধুসর আর লালে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।