আমার ফ্যাক্টরি
নবী করীম (সা.) বলেছেন, "যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন সেই রাত্রিতে জেগে তোমরা নামাযে মগ্ন হবে এবং পরদিন রোজা রাখবে। "
কারন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে পৃথিবীর আসমানে আসেন এবং বান্দাদের উদ্দেশ্যে বলেনঃ
আছে কোন ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব।
আছে কোন রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক দেব।
আছে কোন বিপদাপন্ন? যার বিপদ আমি দূর করে দেব।
আছে কোন তওবাকারী? আমি তোমার তওবা কবুল করব।
এভাবে সুবেহ সাদিক পর্যন্ত আহবান করতে থাকেন।
(ইবনে মাজা, মেশকাত)
নবী বলেছেন এই রাতে আল্লাহ মুশরিক ও বিদ্বেষীব্যক্তি ব্যতিত সবাইকে ক্ষমা করে দেন। (বায়েহাকি)
অন্য এক রেওয়াতে আছে জাদুকর, গণক, হিংসুক, শিরককারী, মদ্যপ, সুদখোর, ব্যভিচারী ও কৃপণদেরকে এ রাতে ক্ষমা করবেন না। তবে কেউ যদি তওবা করে ভাল হয়ে যায় তবে ক্ষমা পেতে পারেন।
তাই আসুন এই রাতে আমরা বেশী বেশী এবাদত করি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আতশবাজী, পটকাবাজী থেকে নিজেকে মুক্ত রাখি।
সবচেয়ে বড় কথা রুটি হালুয়া খাওয়াকে কোন ধরনের এবাদত হিসেবে দেখবনা এবং গরীব মিসকিনদরে দান করবো। তাহলেই আসবে শান্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।