আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনার) ও জেলকোড বিবেচিত হবে না। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর (কাদের মোল্লা) কাছে জানতে চাওয়া হয়েছিল, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না? তিনি বলেছেন, চাইবেন না। এর ফলে তাঁর ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা নেই।
আজ রাতে রাজধানীর মিন্টো রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, কাদের মোল্লার সঙ্গে দেখা করে তাঁর আইনজীবীরা মন্তব্য করেছেন যে কাদের মোল্লার রায় কার্যকর করতে পারবে না। তাঁদের এ মন্তব্য সঠিক নয়।
একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজ রাতেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে।’
এর আগে আজ রাত আটটার দিকে কাদের মোল্লার সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারের সদস্যদের চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যরা কাদের মোল্লার সঙ্গে দেখা করতে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।