আমাদের কথা খুঁজে নিন

   

যে যে মন্ত্রণালয় চাইবেন, সেগুলোই দেওয়া হবে

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে এসে যে যে মন্ত্রণালয় চাইবেন সেগুলোই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গত ৩৮ বছর ধরে অ্যাডহক ভিত্তিতে নির্বাচন হয়েছে। আর অ্যাডহক ভিত্তিতে নয় এবার সংবিধান মোতাবেক নির্বাচন হবে। এবার সাংবাধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
আজ রোববার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবনের সামনের প্রাঙ্গণে সামিয়ানা টাঙানো বিশাল প্যান্ডেলে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রায় দুই হাজার ৭০০ জন নেতা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিভিন্ন জরিপ ও তৃণমুলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কাকে মনোনয়ন দেওয়া হল তা না দেখে নৌকা মার্কা দেখে ভোট দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫ বছরে দেশের জনগণের জীবনমান উন্নত হয়েছে। সবকিছুতে উন্নতির ছোঁয়া লেগেছে।

আওয়ামী লীগের সাফল্য বলে শেষ করা যাবে না।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন প্রত্যাশীদের স্বাগত জানান। তিনি বলেন, যাকে মনোনয়ন দিলে জয় পাওয়া যাবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। জনপ্রিয়তা যাছাই করে দলীয় মনোয়ন দেওয়া হবে। তিনি বলেন, সবাই এক থাকলে আগামীতে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.