আমাদের কথা খুঁজে নিন

   

রহিম বাদশা

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

রহিম বাদশা - আবু মকসুদ রহিম বাদশার অসীম সম্ভাবনা। বাড়ির উঠোনে পোতা কুলগাছে শব্দের সুরভি পাখি শিস দিয়ে যায় উথলানো মায়ায়। একদিন নিশ্চিন্তে মেঘজন্মের অপরূপ উদ্ভাসে হৃদয়ে আঁকিবুঁকি কাটে উড্ডিন ভালোবাসা। অলৌকিক রূপের আগল খুলে গেলে বারোদিনের শিশু রহিম বাদশার চোখে পড়ে প্রণয়ীনি রূপবান। প্রতিটি আলোধোঁয়ারাত শেষ হলে প্রণয়ীনি রূপবান খোপা খুলে আকাশে উড়ায় পায়রার পালক। উড়ন্ত ঘুড়ির পাশে উড়ে চিল, কুলগাছটি আকড়ে জুঁইলতা বড় হয়। অনুভুতির পলকে গোপন লজ্জাসন্ধি ছিঁড়ে আসে ঋতুমতিকাল। রূপবান তড়পায়, অসীম সম্ভাবনা নিয়ে বেড়ে উঠে রহিম বাদশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।