আমাদের কথা খুঁজে নিন

   

সারে সাত'শ বছেরের কথামালা/ শেখ রহিম

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

ছন্দের তালে তালে শব্দের সাথে যুদ্ধ শব্দের ছাড়পত্র নিয়ে প্রতিটি বাক্যের সাথে প্রলাপ! যেখানে কালি ও কলমের সাথে কথা হয় সঙ্গপণে! যে কথা চলে দিনের শুরু কিংবা রাত্রীর শেষে! যেখানে স্বস্তা দরের কাগজের চিরকুট মালা নিয়ে কথা হয় যে কথার প্রতিধ্বনি শোনা যায় সেই চিরকুটের ভাষায়! যে চিরকুট আজও লেখা হয়নি মনের গহীনে পরে থাকা ক'টি শব্দের যোগ বিয়োগের হিসেব মেলানো যায় না! যে হিসেব মেলাতে সময় পেরিয়ে যায় সাড়ে সাত'শ বছর !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.