ক্রিকেট খেলা আমার খুবই ভাল লাগে তাই আবারো একটু লিখছি।ক্রিকেটার তামিম,সাকিব সবাই খুবই ভাল।কিনতু মুশফিক সবার থেকে আলাদা ওর মাঝে ভাল খেলার তাগিদটা একটু বেশি।ছোট বেলা হতেই পদচারনা ক্রিকেট মাঝে।বিকেসপিতে ভর্তি আবার অনুর্ধ ১৯ এর অধিনায়কত্ত করা সবকিছুই ওকে এক পরিপুর্ন ক্রিকেটার বানিয়েছে।ইংলেনড সফরে একবার প্রস্তুতি মেচে ১০০ করেছিল তারপর ওখানকার পত্রিকায় লিখেছিল বিস্বয় বালক।সেই মুশফিক আজ প্রমান করলো যে সে আসলেই ভাল একজন ক্রিকটার।দলের খারাপ সময়ে কিভাবে খেলতে হয় তাও আরেকবার দেখিয়ে দিল।এইভাবে সব ক্রিকেটারের মাঝে যদি ভাল করার তাগিদ থাকে তাহলে একদিন না একদিন বাংলাদেশ ক্রিকেট দল জায়ানট দল হিসেবে সবার কাছে পরিগনিত হবে যা আমাদের গর্ব আমাদের দেশের গর্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।