আমাদের কথা খুঁজে নিন

   

দোষী

আমি পূজারী,শুধুই তোমার প্রেমের

আমার কলম যদি ধারালো ছুরি হয়ে তোমার বুকে বিধে রক্তাক্ত করে দেয়, বল এ কি আমার দোষ? আমার লেখা সবগুলো কবিতা যদি ঝড় হয়ে এসে তোমায় লণ্ডভণ্ড করে দেয় বল এ কি আমার দোষ? তোমার পাঠানো সবগুলো চিঠি যদি সাপ হয়ে এসে তোমারই গলা চেপে ধরে, বল এ কি আমার দোষ? তোমার দেয়া লাইটারটা যদি আগুন ধরিয়ে কখনো তোমাকেই পোড়ায়, বল এ কি আমার দোষ? তোমার কিনে দেয়া পুতুলটা যদি জীবন্ত হয়ে তোমাকেই থুথু দেয়, বল এ কি আমার দোষ? জানি, কোনো দোষই আমার নয়, স্বার্থপরদের অবস্থা এমনই হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।